তথ্য-প্রযুক্তি

এবার মোবাইল দিয়েই ধরুন জাল টাকা ! জেনে নিন পদ্ধতি

ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: মনে করুন আপনি জাল টাকা চিনেন না, কেউ একজন আপনাকে জাল টাকা দিল, আপনি সেই টাকা দোকানে দিতে গিয়ে ধরা পড়লেন। কেউ কিন্তু বিশ্বাস করবে না যে আপনি আপনি জাল টাকা চক্রের সাথে জড়িত নন। আপনাকে পুলিশে দেবে। বুঝুন কেমন পরিস্থিতিতে পড়বেন। অন্যায় না করেও সাজা পেতে পারেন।

এমন পরিস্থিতি মোকাবেলায় আজকে আপনাদের সাথে এমন একটি এপ শেয়ার করব যা থেকে জাল টাকা সনাক্ত করার উপায় পাবেন। জাল টাকা চেনার উপায় নামের এপটিতে আসল টাকার সকল প্রকার বৈশিষ্ট্য ছবিসহ দেয়া আছে। যা থেকে আপনি সহজেই নকল টাকা ও আসল টাকার পার্থক্য বুঝতে পারবেন। ফলে কেউ নকল টাকা দিল ধরা পড়ে যাবে।

Requires Android: এপটি ব্যবহার করতে ২.৩ বা এর উপরের এন্ডয়েড দরকার।
Apps Name: Fakemoney Detector

আপ্সটি ডাওনলড করুন :  অ্যাপসটি গুগল প্লে থেকে অথবা নিচের ডাউনলিংক লিঙ্ক থেকেও নামিয়ে নিতে পারবেন

CLICK HERE TO DAWNLOAD 

সাইজঃ মাত্র ৪.১ এমবি।

ব্যাস তারপর ….ডাউনলোড করে ফেলুন এই অসাধারণ আপ্সটি, আর উপভোগ করুন আপ্সটির মজা,ডাউনলোড করার পর ইন্সটল করলে আপনি সব কিছু নিজে নিজেই বুঝতে পারবেন

কীভাবে জাল টাকা পরীক্ষা করবেন?
১. প্রথমে অ্যাপসটি চালু করার পর, ক্যামেরা চালুর করার জন্য একটি বাটন আসবে। উক্ত বাটনে ক্লিক করে ক্যামেরা চালু করুন।
২. টাকাটি সমতলভাবে বিছিয়ে দিয়ে টাকার সম্পূর্ণ অংশ যেন আসে এমনভাবে একটি ছবি তুলুন।
৩. এবার ডান পাশে ‘টিক মার্ক”  দেওয়া একটি আইকন পাবেন, এই টিকমার্কে ক্লিক করুন
৪. এরপর টাকাটি স্ক্যান করবে এবং জানিয়ে দেবে টাকাটি আসল না নকল

উল্লেখ্য যে, ছবি তোলার সময় টাকার সম্পূর্ণ অংশ সঠিকভাবে না আসলে টাকাটি নকল দেখাবে কিন্তু। তাই চেষ্টা করুন টাকার ছবি তোলার সময় যতটা কাছে থেকে সম্পূর্ণ অংশের ছবি তোলা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button