খেলাধূলা

বিসিবি একাদশ ও ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ও বিসিবি একাদশের প্রথম প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট দলের এ ম্যাচের অধিনায়ক জো রুট টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুতে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান করে ইংল্যান্ড। বাংলাদেশ ৪৪ ওভারে ৪ উইকেট হারিয়েছে ১৩৬ রান তুলতে সক্ষম হয়। বিসিবির হাতে ৬ উইকেট ও ১ ওভার থাকলেও দিন শেষ হওয়ায় ম্যাচটি ড্র হয়েছে।

টস জিতে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৫৯ করে রিটায়ার্ড আউট হয়েছেন ইংলিশ ওপেনার বেন ডাকেট। দলীয় ৭৫ রানে তার মাঠ ছাড়ার পর ৭৮ রানের মাথায় সাব্বিরের বলে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়েন জো রুট (২)। এরপর দলীয় ৭৯ রানে সাব্বিরের বলে নুরুল হাসানের হাতে ক্যাচ

হয়ে সাজঘরে ফেরেন ওপেনার হাসিব হামীদ (১৯)। সাব্বিরের জোড়া আঘাতের পর ইংলিশ ব্যাটসম্যানদের গতি অনেকটাই থেমে যায়। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রানে অপরাজিত ছিলেন গ্যারি ব্যালেন্স। ২৪ রান করে সাব্বিরে তৃতীয় শিকারে পরিনত হন মঈন আলী। শেষপর্যন্ত নির্ধারিত ৪৫ ওভারে ৪ উইকেটে ১৩৭ রানে থামে ইংলিশদের ইনিংস। বিসিবি একাদশের হয়ে তিনটি উইকেটই নেন আজকের ম্যাচের অধিনায়ক সাব্বির রহমান।

গতকালই ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মাঠ ভেজা থাকায় ইংল্যান্ড ক্রিকেট দল খেলতে রাজি হয়নি। আজ ৪৫ ওভার করে খেলা শুরু করে দুই দল। কাল (রোববার) থেকে দুই দলের দ্বিতীয় দুই দিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে।

এখন ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিনা উইকেটে ২৫ রান করেছে টাইগাররা। জয়ে জন্য টাইগারদের ৩৭ ওভার চার বলে ১১২ রান দরকার।

বিসিবি একাদশ : সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী, কাজী নুরুল হাসান, মো. রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বী, আবু জায়েদ রাহী, ইবাদত হোসাইন।

ইংল্যান্ড একাদশ : হাসিব হামীদ, বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালেন্স, মঈন আলী, জনি বেয়ারটসো, জাফর আনসারি, আদিল রশিদ, গ্যারেট বেটি, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button