ভালুকায় আশার উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ও ফলজ গাছের চারা বিতরন
মাহমুদুল হাসান ফোরাত বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় আশার উদ্যোগে শনিবার (১৫অক্টোবর) ৬ঘন্টা ব্যাপি আশা সদস্যদের সাথে মতবিনিময়, ফ্রি স্বাস্থ্যসেবা ও ফলজ গাছের চারা বিতরন করা হয়।জানা যায়,ফ্রি স্বাস্থ্য সেবায় প্রায় শতাধিক রোগী চিকিৎসা নেয়। সকাল থেকে বিকেল পর্যন্ত আশার উপজেলা কার্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হয়। স্বাস্থ্যসেবা ক্যাম্পটির উদ্বোধন করেন, আশা চিফ হেলথ অফিসার ডা: এটি এম নজরুল ইসলাম।ফলজ গাছের চারা বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন, আশা জয়েন্ট ডিরেক্টর এ এস এম তৌহিদ।এতে ১০০০ ফলজ চারা বিতরন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জয়েন্ট ডিরেক্টর এ এস এম তৌহিদ,এসিন্টেট ডিরেক্টর গোলাম রব্বানী থান, এসিন্টেট ডিরেক্টর সুমন কর্মকার, এসিন্টেট ডিরেক্টর শ্যামল কুমার ধর, অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার তফাজ্জল হোসেন। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ,স্বাস্থ্যসেবা প্রদানকারী চিকিৎসক,উন্নয়ন কর্মী, আশার উপকারভোগী সদস্যগন উপস্থিত ছিলেন।আশার কার্য ক্রমের সাথে জড়িত থেকে সকল কর্মসূচী সফল ভাবে বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগীতা কামনা করা হয়।