অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন ওমপুরি
বিনোদন ডেস্ক: অভিমানে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেতা ওম পুরি। ঘোষণা দিয়েছেন, ‘তাকে নিয়ে যখন এত অসুবিধা, তিনি আর অভিনয়ই করবেন না!’
ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করার উপর জারি করা নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছিলেন ওম পুরি। এতে ভারতের মহারাষ্ট্র নব-নির্মাণ সেনা হুমকি দেয়, পাকিস্তানের পক্ষে এত কথা বলার জন্য ওম পুরির ছবি দেখা বন্ধ করা হোক! সেই সুরে গলা মিলিয়েছিলেন আরও অনেকে। সেই প্রসঙ্গ টেনে এনেই অভিনয় ছাড়ার কথা জানালেন ওম পুরি।
এই বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘যারা আজ আমার ছবি বয়কট করার কথা বলছেন, তারা একদিন শাহরুখ খান-সালমান খানের ছবিও বয়কট করার ডাক দিয়েছিলেন! সেই সব কথায় আমি পাত্তা দিই না! আমার চিন্তাটা অন্য জায়গায়! যদি আমি থাকার জন্য কোনো ছবির প্রদর্শন বন্ধ করে দেয়া হয়, তবে ওই ছবির সঙ্গে যুক্ত অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। এটা আমি চাই না!’
এখানেই শেষ নয়। বিরোধীদের আরো এক হাত নিয়েছেন তিনি। জানিয়েছেন, ‘যদি আক্রোশের পাত্র আমি হই, তাহলে আমার পোস্টার ছেঁড়া হোক! কুশপুতুল দাহ করা হোক! সে সব না করে ছবিকে আক্রমণ কেন?’
তবে খবর যা বলছে, অভিমানে শুধু অভিনয়ই ছাড়ছেন না ওম পুরি! তিনি দেশও ছাড়ছেন! তাহলে কি পাকিস্তানেই চলে যাচ্ছেন তিনি?
এতটা চরম সিদ্ধান্তও অবশ্য তিনি নেননি! তিনি যাচ্ছেন কানাডায়! ২০১৭-র জানুয়ারির গোড়াতেই! সেখানে মাস তিনেকের জন্য থাকবেন এক ছবির কাজে! যদিও ফিরবেন কি না, সেটা খোলসা করে বলছেন না অভিনেতা!