ত্রিশালে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
এইচ এম মোমিন তালুকদার, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে প্রান্তিক কৃষকদের পূনর্বাসনের লক্ষ্যে কৃষকদের মাঝে সার, গম, ভূট্রা ও সরিষার ব্রীজ বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে কৃষি পূনর্বাসনের আওতায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা দ্বীপক কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশানার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, কাঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, উপজেলা অতিঃ কুষি কর্মকর্তা জেসমিন নাহার,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জামান, ত্রিশাল নিউজ ক্লাবের সভাপতি ও ত্রিশাল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম শামীম প্রমুখ।
এসময় উপজেলার ৬৫ জন কৃষকের মাঝে প্রতিজনকে ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমও পি সার,১ কেজি সরিষা বীজ ,২ কেজি গম বীজ ও ২০ কেজি ভুট্রা বীজ বিতরণ করা হয়।