বিভাগীয় খবরময়মনসিংহ
ময়মনসিংহে রোম থ্রি ও শীতল ছায়া রেস্টুরেন্টকে জরিমানা
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকার রোম থ্রি বেকারি ও শীতল ছায়া রেস্টুরেন্টে পৃথক অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৬ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন এ জরিমানা করেন।
তিনি জানান, রোম থ্রি’র এ শাখায় ২ মাস আগের মেয়াদ উত্তীর্ণ পাউরুটি, আচার, লাইসেন্সবিহীনভাবে বিভিন্ন সেমাই তৈরি, মেয়াদ উত্তীর্ণ চানাচুর, পঁচা-বাসি মিষ্টি পাওয়ার কারণে তাদেরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে শীতল ছায়া রেস্টুরেন্টে পচা ও বাসি খাবার, ৩ থেকে ৪ দিন আগের বার্গার স্যান্ডউইচ ফ্রিজ থেকে বের করে গরম করে বিক্রি করা এবং রেস্টুরেন্ট ব্যবসার লাইসেন্স না থাকার কারণে তাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।