বিভাগীয় খবরময়মনসিংহ

ভালুকায় পল্লীবিদ্যুৎ মিটার রিডারদের কর্মবিরতি পালন

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর চুক্তিভিত্তিক মিটার রিডার ও ম্যাসেঞ্জারগন কর্মবিরতি পালন করেছেন। কর্মবিরতির দ্বিতীয়দিন সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে চাকুরী ছাটাই বন্ধকরণ, অভিজ্ঞতার আলোকে নিয়োগ প্রক্রিয়া চালু ও চাকুরী নিয়মিতকরণসহ বিভিন্ন দাবিতে ওই সমিতির আওতায় ভালুকা, ত্রিশাল, গফরগাঁও ও মাওনা এই চারটি জোনাল অফিসের প্রায় ১শত ২৪ জন কর্মচারী তাদের এই কর্মবিরতি পালন করেন। পরে আন্দেলনকারীরা পল্লীবিদ্যুাতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন, মিটার রিডার শাহিন আলম, ইয়ারুল ইসলাম, ম্যাসেঞ্জার মোফাজ্জল হোসেন ও হুইলবার রাইট বিদ্যুৎ প্রমূখ। ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম ছাটাইয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, মিটার রিডার ও ম্যানেঞ্জারগণ চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এবং আরইবি কোন রকম চুক্তি ভঙ্গ করেনি। তাদের আন্দালনের কোন হেতু আছে বলে আমার জানা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button