ভালুকা উপজেলাসারা ভালুকা
ভালুকায় ১৩ মাসের বাচ্চা রেখে মা উধাও

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় উপজেলার কাঠালী গ্রামে ১৩ মাসের শিশু সন্তান রেখে মা খাদিজা আক্তার শাবনুর উধাও হয়ে গেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি সাধারন ডায়েরী (৫৮০,তাং ১৪/১০/২০১৬) রুজ্জু করা হয়েছে। জানা যায়, ওই গ্রামে পুষ্প মঞ্জিলের ভাড়াটিয়া মিজানুর রহমানের স্ত্রী খাদিজা আক্তার শাবনুর তার ১৩ মাস বয়েসি শিশু কন্যা মিথিলা আক্তারকে রেখে গত ৯ অক্টোবর দুপুরে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে ভালুকা মডেল থানায় একটি সাধারন ডায়েরী (৫৮০, তাং ১৪/১০/২০১৬) রুজ্জু করা হয়েছে।