প্রাণের বাংলাদেশবিভাগীয় খবরময়মনসিংহ

আবারও ঝিনাইগাতী সীমান্তে বন্য হাতির আক্রমনে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইগাতী প্রতিনিধি ঃ মৃত্যুর হোলি খেলায় বন্য হাতির আক্রমনে আবারও প্রাণ গেল ইয়ার আলী নামের এক ষাটোর্ধ বৃদ্ধের। নিহত পিয়ার আলী ঝিনাইগাতী-শ্রীবর্দী সীমান্তের ছোট বালিজুড়ি গ্রামের মৃত ইডেলু মিয়ার পুত্র। ১৭আক্টোবর সোমবার দিবাগক রাত এগারটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যার পর পরই বালিজুড়ি এলাকায় ৮০/৯০টি হাতির একটি দল প্রবেশ করে বসত বাড়ীতে তান্ডব চালায়। এ সময় ইয়ার আলী ঘর থেকে বের হলে হাতির দলের একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেচিয়ে পায়ে পিষে মেরে ফেলে। এ নিয়ে গত ১মাসে ঝিনাইগাতী সীমান্তে হাতির আক্রমনে ১০ ব্যক্তির প্রাণ হারালো। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা নিহতের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button