ঝিনাইগাতীতে কলেজ জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী: শেরপুরের ঝিনাইগাতীর প্রাণ কেন্দ্রে কলেজ জাতীয়করণের দাবীতে ১৮অক্টোবর সকাল ১১.৩০ঘটিকায় ঐতিহাসিক আমতলীতে ২ঘন্টাব্যাপী এক মান্ববন্ধন কর্মসূচী পালন করে আলহাজ শাফি উদ্দিন আহম্মদ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ঝিনাইগাতী বাজারের সর্বস্তরের জনসাধারণ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ রেজাউল হাসান, প্রভাষক আসাদুজ্জামান, ফজলুল করিম, শহীদুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, মাহবুব সুলাইমান সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। বক্তারা বলেন, ঝিনাইগাতী সদরে ২টি কলেজকে বাদ দিয়ে উপজেলার শেষ সীমান্তের ১৩কিঃমিঃ দুরে অবস্থিত আদর্শ মহাবিদ্যালয়কে জাতীয়করণের ঘোষনাকে প্রতিবাদ জানান। বক্তারা বলেন, আর্দশ মহাবিদ্যালয় মিথ্যা ও ভুল তথ্য প্রদান করেন। কর্তৃপক্ষ তথ্যগুলো যাচাই বাছাই না করেই উক্ত কলেজটিকে জাতীয়করণের খসড়া তালিকা প্রকাশ করেন। সঠিক তদন্ত হলেই এর রহস্য উম্মুচিত হবে। প্রয়োজনীয় তদন্তপূর্বক আদর্শ মহা বিদ্যালয়কে বাদ দিয়ে ঝিনাইগাতী উপজেলার প্রাণ কেন্দ্র অবস্থিত আলহাজ শাফি উদ্দিন আহম্মদ কলেজ অথবা মহিলা আর্দশ ডিগ্রী কলেজকে জাতীয়করণের জন্য দাবী জানান। উল্লেখ্য যে, ইতিপূর্বেও ঝিনাইগাতী সদরের কলেজকে জাতীয় করনের দাবীতে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছিল।