ঝিনাইগাতীতে ভিজিডি কার্ডের উৎকোচ চাওয়ায় যুবকের কারাদন্ড

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া পূর্বপাড়া গ্রামের মুসা মিয়ার ছেলে আবুল কালাম(৩২)কে ভিজিডি কার্ড প্রদানের মাধ্যমে উৎকোচ চাওয়ার অভিযোগে ১৫দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ১৮অক্টোবর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিনে এ ঘটনা ঘটে।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মুহাম্মদ সেলিম রেজা।
আদালত সূত্রে জানা যায়, নলকুড়া ইউনিয়েনের বড় রাংটিয়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫)এর নিকট ভিজিডি কার্ড দেওয়ার আশ্বাসে ১হাজার টাকা উৎকোচ দাবী করে, দাবীকৃত টাকা না দিলে তাকে ভিজিডি কার্ড প্রদান করা হবেনা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মনোয়ারা বিষয়টি ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সাকে জানালে, ইউপি চেয়ারম্যান দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তিকে ইউপি কার্যালয়ে ডেকে এনে বিষয়টির সর্ম্পকে সত্যতা পান। এ ঘটনায় আবুল কালামকে ১৫দিনের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, দন্ডপ্রাপ্ত আবুল কালাম নলকুড়া ইউনিয়ন পরিষদের কেউ নন।