সারা ভালুকাহবিরবাড়ি
ভালুকায় পাওয়ার টিলার ড্রাইভিং ট্রেনিং অনুষ্ঠিত
জসিম আহাম্মেদ, বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় পাওয়ার টিলার ড্রাইভিং ট্রেনিং অনুষ্ঠিত। দি মেটাল প্রাঃ লিঃ ময়মনসিংহ আঞ্চলিক অফিস কর্তৃক আয়োজিত মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলার সিডষ্টোর বাজার মেসার্স বিসমিল্লাহ মটরস্ এ পাওয়ার টিলার ও ট্রাফে ড্রাইভার ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী এস, এইচ ফরহাদ শেখ পরিবেশক দি মেটাল প্রাইভেট লিঃ। প্রধান অতিথি মোঃ আতাউর রহমান (মুখ্য আঞ্চলিক কর্মকর্তা ডেপুটি রিজনাল ম্যানেজার ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্সপেটার পার্টস ইক্সিকিউটিভ ময়মনসিংহ আবুল কালাম আজাদ, সার্ভিস ইঞ্জিনিয়ার আঃ মোতালেব, টেরি টরি অফিসার ময়মনসিংহ সাইফুল ইসলাম, মালিক মোঃ শামসুল হক সরকার । বক্তব্য রাখেন ড্রাইভার জাহাঙ্গীর আলম প্রমুখ।