আইএসের বাঁচার চেষ্ঠায় নতুন কৌশল
ভালুকা নিউজ,আন্র্তজাতিক ডেস্ক: আইএসের বাঁচার চেষ্ঠায় নতুন কৌশল ! ইরাকের মসুল শহরে বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। মসুলে ইরাকি বাহিনী জঙ্গি ঘাঁটির খুব কাছে চলে এসেছে। যুক্তরাষ্ট্র বলছে, বিপদ আসন্ন জেনেই নিরস্ত্র মানুষকে সামনে রেখে বাঁচার চেষ্টা করছে জঙ্গিরা। খবর বিবিসির।
মসুল শহরে ৭ লাখের মত মানুষ রয়েছে। এর মধ্যে ৫ হাজারই আইএসের সদস্য। শহরটি দখলে তৃতীয়বারের মত অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। আইএসের শক্ত ঘাঁটি গুড়িয়ে দেয়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে সৈন্যরা। কয়েক দফা অভিযানে কোনঠাসা হয়ে পড়েছে আইএস। শেষ উপায় না দেখে এখন সাধারণ মানুষকে ব্যবহার করে বাঁচতে চাইছে জঙ্গিরা।
এদিকে, কারাদোস শহর মুক্ত করার খবর পাওয়া গেলেও তা অস্বীকার করেছেন এক সরকারি কমান্ডার। তবে মার্কিন জোটের দাবি, তারা আইএস যোদ্ধাদের হটিয়ে ১০টি গ্রাম মুক্ত করতে সক্ষম হয়েছেন।