খেলাধূলা

বাংলাদেশের টেস্ট র‌্যাংকিংয়ে আটে ওঠার হাতছানি

ক্রীড়া প্রতিবেদক,ভালুকা নিউজ: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে প্রায় ১৫ মাসের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। কারন ২০১৫ সালের জুলাই-আগস্টের পর টাইগারদের সূচিতে কোনো টেস্ট ছিল না। অপেক্ষার অবসান ঘটানো এই সিরিজে টেস্ট র‌্যাংকিংয়ে আটে ওঠার হাতছানি রয়েছে বাংলাদেশের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ দল খেলতে নামবে টেস্ট র‌্যাংকিংয়ে নবম স্থানে থেকে। ১২ ম্যাচে টাইগারদের ঝুলিতে জমা আছে রেটিং ৫৭। এই টেস্টের মুশফিকুর রহীমের দলের প্রতিপক্ষ ইংল্যান্ড র্যাংকিংয়ের উপরের সারির দল। ৪১টি টেস্ট খেলা ইংলিশরা ১০৮ রেটিং নিয়ে রয়েছে র‌্যাংকিংয়ের চতুর্থ স্থানে। শীর্ষে রয়েছে ভারত, সংগ্রহ ১১৫ রেটিং।
আসন্ন সিরিজে ইংল্যান্ড যেহেতু র‌্যাংকিংয়ের উপরের সারির দল, সেহেতু সিরিজ জিতলে বাংলাদেশের প্রাপ্তিটা অনেক বেশিই। ২ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৭২। আর ২-০ ব্যবধানে জিতলে টাইগাদের রেটিং দাঁড়াবে ৭৫। সে হিসেবে ৬৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাবে বাংলাদেশ।
তবে এখনই তা বলা যাচ্ছে না। কারণ পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের এখনো দুটি ম্যাচ বাকি আছে। যদিও প্রথম টেস্ট ম্যাচটি মিসবাহদের কাছে হেরে গেছে ক্যারিবিয়রা। এই সিরিজের বাকি দুটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতলে হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে। একদিকে, দুই দলের সাম্প্রতিক ফর্ম আশান্বিত করছে, অপরদিকে আনপ্রেডিক্টেবল পাকিস্তান অঘটনের শিকার হতেও পারে।
এদিকে, বাংলাদেশের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জিততে ইংল্যান্ড থামবে আগের জায়গাই। তবে টাইগারদের ২-০ ব্যবধানে হারাতে পারলে র‌্যাংকিংয়ে তৃতীয় স্থানে উঠে যাবে তারা। কারণ, বর্তমানে তিনে থাকা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের রেটিং সমান, ১০৮।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button