মাদরাসা শিক্ষককে বিয়ে করলেন হ্যাপি !
বিনোদন প্রতিবেদক:বিয়ে করলেন একসময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। সোমবার রাত ৯টার দিকে তার বাসা রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় পারিবারিকভাবে বিয়ে হয়। বর একজন মাদরাসা শিক্ষক। বিয়ের খবরটি নিশ্চিত করে হ্যাপির ছোট বোন শারমিন আক্তার পপি বলেন, সুন্নত তরিকায় বিয়ে হয়েছে হ্যাপি আপুর। বরের পরিচয় জানতে চাইলে বলেন, আপাতত এটুকুই জানাচ্ছি, এর বেশি আর কিছু বলা যাবে না।জানা গেছে, বিয়ের পর আশেপাশের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মিষ্টি পাঠানো হয়। হ্যাপির বর মিরপুরের একটি মাদরাসায় শিক্ষকতা করেন। বিয়ের সময় দুই পরিবারের একান্ত সদস্যরা উপস্থিত ছিলেন। বাকি আনুষ্ঠানিকতা শিগগিরই সম্পন্ন হবে।প্রসঙ্গত, নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের প্রেমের সম্পর্কে ছিল বলে হ্যাপি এক সময় দাবি করেন। এরই জেরে তিনি রুবেলের বিরুদ্ধে মামলাও করেন। হ্যাপি-রুবেলের এই কাঁদা ছোঁড়াছুড়ি মিডিয়াতে বেশ আলোড়ন তৈরি করে।