আন্তর্জাতিক

প্রিন্সেস ডায়নার মা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের প্রয়াত রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস ডায়নার সৎমা কাউন্টেস রাইন স্পেন্সার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

ডায়নার পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, অল্প কয়েকদিন অসুস্থ থাকার পর অভিজাত বংশীয় এই নারী শুক্রবার তার লন্ডনের বাড়িতে মারা গেছেন।

প্রখ্যাত রোমান্টিক ঔপন্যাসিক ডেম বারবারা কার্টল্যান্ডের একমাত্র সন্তান স্পেন্সার। শৈশব থেকে তার বেড়ে ওঠা এবং বাকী সারাটা জীবন তিনি ইংল্যান্ডের অভিজাত মহলেই কাটিয়েছেন। প্রথম স্বামী গেরাল্ড লেজের ঘরে তার চার সন্তান জন্ম নেয়। ১৯৪৭ সালে তাদের বিয়ে হয়।

১৯৭০ এর দশকে ডায়নার বাবা আর্ল জন স্পেন্সারের সাথে তার পরিচয় ঘটে এবং ১৯৭৬ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডায়নার বয়স তখন ১৫ বছর।

রাইনের সাথে ডায়নার সম্পর্ক আন্তরিক ছিল না। ১৯৮১ সালে প্রিন্স চার্লসের সাথে ডায়নার বিয়ে হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button