ব্যাংকিং ও প্রকল্প একই সঙ্গে চলবে পল্লী সঞ্চয় ব্যাংকে

অর্থনৈতিক প্রতিবেদক: ব্যাংকিং ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রম একই সঙ্গে চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংকে। তবে এর জন্য পল্লী সঞ্চয় ব্যাংক আইন ২০১৪, সংশোধন করতে হবে।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, দুই আমলার একজন সাবেক, একজন বর্তমান। একজন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার (সাবেক সচিব)। অন্যজন ড. প্রশান্ত কুমার রায়, যিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বর্তমান সচিব। একজন মনে করেন, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প নিয়ম ও আইন অনুযায়ী এখন পূর্ণাঙ্গ ব্যাংক। অন্যজনের মতে, ব্যাংকের মাধ্যমে প্রকল্পটির উদ্দেশ্য থেকে দূরে সরে যাওয়া হচ্ছে। ফলে ব্যাংকের আওতায় চালিয়ে যেতে হবে প্রকল্পটি।
এ দুই জাঁতাকলে পড়ে বেহাল অবস্থার সৃষ্টি হয় পল্লী সঞ্চয় ব্যাংকের। এ অবস্থা থেকে উত্তরণে বৃহস্পতিবার বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জয়েন্ট স্টক রেজিস্টার ও এমআরএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা যায়, জটিলতা নিরসনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাংক ও প্রকল্পের কার্যক্রম একই সঙ্গে পরিচালনার। এটি করতে প্রয়োজন আইন পরিবর্তনের। কীভাবে এবং কোন অংশে পল্লী সঞ্চয় ব্যাংক আইন ২০১৪, এর সংশোধন করতে হবে সেটি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যবিশষ্ট কমিটির প্রধান হিসেবে রয়েছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুল হক।
এ বিষয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক ও একটি বাড়ি একটি খামার প্রকল্প একই সঙ্গে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আইন পরিবর্তন করতে হবে। তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করবে।