হৃত্বিকের নতুন ছবির টিজার প্রকাশ
বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের সর্বশেষ ছবি ‘মহেঞ্জোদারো’ মুক্তি পেয়েছে মাস খানেক আগে। তবে ভক্তদের প্রত্যাশা পূরণে ব্যার্থ হয়েছে ছবিটি। ছবি নির্মাণের মুন্সিয়ানা ও হৃত্বিকের অভিনয় সবাইকে মুগ্ধ করলেও তেমন ব্যবসা করতে পারেনি।
তবে ‘মহেঞ্জোদারো’র রেশ কাটতে না কাটতেই হৃত্বিক ভক্তদের জন্যে রয়েছে দারুণ একটি সুখবর। সম্প্রতি মুক্তি দেয়া হয়েছে হৃত্বিকের পরবর্তী ছবি ‘কাবিল’র টিজার।
এই ছবিতে ইয়ামী গৌতমের সঙ্গে প্রথমবার জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন হৃত্বিক। তবে টিজারটিতে দেখা মেলেনি তাদের দুজনের কাউকেই। টিজারটির নেপথ্যে কন্ঠে দিয়ে সংলাপ আওড়েছেন হৃত্বিক।
হৃত্বিকের বাবা রাকেশ রোশনের প্রযোজনা ও পরিচালক সঞ্জয় গুপ্তার পরিচালনায় আগামী বছরে ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টে মুক্তি পেতে যাচ্ছে ‘কাবিল’। একই দিনে বলিউডে মুক্তি পাবে বলিউড কিং শাহরুখ খানের নতুন ছবি ‘রাইস’।
দেখুন ‘কাবিল’র টিজার :