মিডিয়া দেশ-বিদেশসংস্কৃতি-বিনোদন

তৌকীর আহমেদকে সাংবাদিকদের অভিনন্দন

বিনোদন প্রতিবেদক: নির্মাণে একটু ভিন্ন পথেরই যাত্রী তৌকীর আহমেদ। নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই নির্মাতা হিসেবে সফলতা পেয়েছেন তিনি। দেশের খ্যাতনামা অভিনয় শিল্পীদের অনেকেই মনে করেন, অভিনেতা তৌকীরের চেয়ে পরিচালক তৌকীর আহমেদের শক্তি বেশি। এর আগে জয়যাত্রা, রূপকথার গল্প চলচ্চিত্র নির্মাণ করে এই অভিনেতা পরিচালক তার মুন্সিয়ানা দেখিয়েছেন। মাঝে আলোচিত হয়েছেন ‘অজ্ঞাতনামা’ শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ করে। চলচ্চিত্রটি মুক্তি পায় গত ১৯ আগস্ট। এর আগে সর্বশেষ ‘কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এর বাণিজ্যিক শাখায় চলচ্চিত্রটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ হয়। এরইমধ্যে চলচ্চিত্রটি ইতালির গলফ অব নেপলস’-এ অনুষ্ঠিত ‘ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ স্পেশাল জুরি মেনসন এ্যাওয়ার্ড, কসোভো ফিল্ম ফ্যাস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, ওয়াশিংটন ডিসি’র সাউথ এশিয়ান ফিল্ম ফ্যাস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালক এবং সর্বশেষ চলতি মাসে ইতালির ত্রেন্তো শহরে অনুষ্ঠিত রিলিজিয়ন টুডে ফিল্ম ফ্যাস্টিভ্যালে ‘স্পেশাল মেনশন এ্যাওয়ার্ড’ পেয়েছে। সাম্প্রতিক সময়ে ‘অজ্ঞাতনামা’র মতো এতো পুরস্কার প্রাপ্তি বাংলাদেশের আর চলচ্চিত্রের ক্ষেত্রে ঘটেনি। বিষয়টি বিবেচনা করে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের বিনোদন সাংবাদিকরা গতকাল সকালে তৌকীর আহমেদকে তার মহাখালী ডিওএইচএস-এর অফিসে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। হঠাৎ অনেক সাংবাদিকের উপস্থিতি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তৌকীর আহমেদ। এই আয়োজনের পরিকল্পনা করেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। তাকে অভিনন্দন জানাতে উপস্থিত হয়েছিলেন ডেইলি স্টারের শাহ আলম সাজু, সংবাদের নিথর মাহবুব, আমার সংবাদের রকিব হোসেন, সমকালের মীর সামি, আলোকিত বাংলাদেশের সোহেল আহসান, সকালের খবরের এমদাদুল হক মিল্টন, নয়া দিগন্তের আলমগীর, দৈনিক ইন্ডিপেন্ডেন্টের নাজির হোসেন, যায়যায় দিনের শেখ সামিরাহ, ফটোগ্রাফার মোহসীন আহমেদ কাওছার ও আলিফ হোসেন রিফাত। এ সময় তৌকীর আহমেদ বলেন, ‘রাজধানীর এই যানজটে সময় করে আমাকে অভিনন্দন জানাতে এসেছেন আপনারা। আমি সত্যিই অভিভূত, মুগ্ধ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button