মিডিয়া দেশ-বিদেশসংস্কৃতি-বিনোদন
মুক্তিযোদ্ধা-সাংবাদিক তিমির দত্ত আর নেই
ভালুকা নিউজ ডট কম; অনলাইন ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক তিমির লাল দত্ত আর নেই। রোববার সকাল ৭টায় বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এই জ্যেষ্ঠ প্রতিবেদক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
জানা গেছে, রোববার ভোরে নিজ বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বারডেম হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাংবাদিক তিমির লাল দত্ত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির একজন স্থায়ী সদস্য। এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নেরও সদস্য ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।