সাহিত্য সংবাদসাহিত্য সাধনা

স্বতন্ত্র’র উদ্যোগে কবি মাহমুদ কামালের জন্মদিন

বিশেষ প্রতিবেদক: গতকাল ২৩ অক্টোবর’১৬ রবিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ৭০-এর অন্যতম কবি মাহমুদ কামালের ৬০তম জন্মদিন উপলক্ষে স্বতন্ত্র সাহিত্যপত্র আয়োজন করে কবিতাআড্ডা। কবি জাহাঙ্গীর ফিরোজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বতন্ত্র’র প্রকাশক রোটারিয়ান ফারুক খান পাঠান। স্বতন্ত্র সম্পাদক কবি ফরিদ আহমদ দুলাল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে কবি মুহম্মদ নূরুল হুদা, কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি মাহবুব সাদিক, কবি মতিন বৈরাগী, নাট্যকার খায়রুল আলম সবুজ, কবি বিমল গুহ, শিল্পী সৈয়দ লুৎফুল হক, ছড়াকার আলম তালুকদার, ছড়াকার আনজীর লিটন, কবি রাফেয়া আবেদীন, কবি মজিদ মাহমুদ, শিল্পী বাবু রহমান, কবি সাঈদ মো. আনিস, কবি তাহমিনা কোরাইশী, জনাব মো. জাকির হোসেন, কথাশিল্পী মোহাম্মদ আবদুল মাননান, গল্পকার মনি হায়দার, কবি থিউফিল নকরেক, কবি চপল বাসার, প্রাবন্ধিক-গবেষক খান মাহবুবসহ ৪৭ জন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

14705675_1844840772417301_5998193035372829538_n

কবি মাহমুদ কামাল অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন; কবিপত্নী জাকিয়া সুলতানা কান্তা, কবির সহদোরা নিলুফার আখতারও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটা হয়, কবিকে উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয় এবং আকর্ষণীয় একটি ভাঁজপত্র প্রকাশ করা হয়। এছাড়া চতুর্মাসিক সাহিত্যপত্র কবি মাহমুদ কামাল সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button