প্রাণের বাংলাদেশবিভিন্ন দিবস
ভালুকায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মাহমুদুল হাসান ফোরাত; বিশেষ প্রতিনিধি: ‘উন্নত স্যানিটেশন, সুস্থ্য জীবন’ এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে (২৬ অক্টোবর )বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা ,উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল আহসান তালুকদার, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী রহিত উৎ-জামান, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি, এডিপি প্রতিনিধি ও বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনার আগে জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী স্কুল -কলেজের ছাত্র/ছাত্রীদের কিভাবে হাত ধুতে হয় সে বিষয়ে শিক্ষা প্রদান করেন। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন, এডিপি।