৯২ বছরে ৯৭ স্ত্রী, ১৮০ সন্তান, বিয়ে করতে চান আরও!
অনলাইন ডেস্ক: নাইজেরিয়া নিবাসী এক ধর্মগুরুর বয়স ৯২ বছর। এই বয়সে তার স্ত্রী সংখ্যা ৯৭। অর্থাৎ নিজের বয়েসের তুলনায় তার স্ত্রীর সংখ্যা বেশী। আরও অবাক করা বিষয় হল এই বয়সেও তিনি আরও বিয়ে করতে চান। সেই ধর্মগুরুর মৃত্যু গুজব সামনে আসতেই এ তথ্য বেড়িয়ে এসেছে।
তার নাম মহম্মদ বেলো আবুবকর। বিদা রাজ্যের মুসলিম ধর্মগুরু তিনি। জীবনে তিনি ১০৭টি বিয়ে করেছেন। তার মধ্যে ১০ জনকে ডিভোর্স দিয়েছেন। এই মুহূর্তে তার স্ত্রীর সংখ্যা ৯৭। সন্তান সংখ্যা ১৮০। একবার তাকে বহু বিবাহের জন্য জেলেও পাঠানো হয়েছিল। কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে ফের বিয়ে করাতেই মন দেন আবুবকর।
আবুবকরের যুক্তি হল, তার যদি ক্ষমতা থাকে এবং দেখা শোনা করার সংস্থান থাকে তবে আপত্তিটা কোথায়? তার আরও যুক্তি হল, তিনি এইভাবে একটি মহৎ কাজ করছেন। এটা করার জন্যই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আর তিনি এটা করেই যাবেন আমৃত্যু। সেই সঙ্গে খারিজ করে দিয়েছেন তার সব মৃত্যুর গুজব।