নৌকার প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মিনার হোসেন
বিশেষ প্রতিনিধি: ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের স্থগিত হওয়া নির্বাচনে নৌকার কান্ডারী তোফায়েল আহমেদ বাচ্চুর নৌকার প্রচারণায় নেমেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোঃ মিনার হোসেন। আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করতে তিনি বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনব্যাপী প্রচারণায় অংশ নিয়েছেন।
এ উপলক্ষ্যে বিকেলে পাড়াগাঁও, গাংগাটিয়া এলাকায় দলীয় নেতা কর্মীদের নিয়ে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করতে শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে এক পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতীক প্রাপ্ত আলীগ মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ বাচ্চু। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোঃ মিনার হোসেন, আব্দুল বাতেন মেলিটারী, মোঃ মফিজ উদ্দিন, সোহানুর রহমান সোহাগ, সাইফুল ইসলাম, লিটন খান প্রমূখ।
বক্তারা আগামী ৩১ তারিখের নির্বাচনে নৌকার কান্ডারীকে বিজয়ী করার আহবান জানান।