পপুলারের টয়লেটে নারীর ভিডিও ধারণ : স্টাফ গ্রেফতার

ঢাকা: রাজধানীর ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের টয়লেটে গোপনে এক নারী রোগীর ভিডিও ধারণের ঘটনায় হাসিবুর রহমান সুমন নামে এক স্টাফকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সকালে এ ঘটনার পর সুমনকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। এ ঘটনায় ওই নারী পর্নোগ্রাফি আইনে একটি মামলা (নং-১২) করলে ওই মামলায় সুমনকে গ্রেফতার দেখায় পুলিশ।
স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, সকালে মা ও ছোট বোনকে নিয়ে ধানমন্ডির পপুলার ডায়াগস্টিক সেন্টারে আসেন ওই নারী। সেখানে একটি পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য ওই নারী টয়লেটে যান। এ সময় সুমন ওই নারীর গোপনে ভিডিও ধারণের চেষ্টা করে। পরে ওই নারীর চিৎকার শুনে প্রত্যক্ষদর্শীরা সুমনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।
ওসি আরো বলেন, সুমনের কাছ থেকে জব্দকৃত মোবাইলে ভিডিও পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গোপনে ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেছে। মোবাইল এবং ভিডিও ফরেনসিক টেস্টের জন্য সিআইডির কাছে হস্তান্তর করা হবে।
তাকে রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ওসি।