চট্টগ্রামবিভাগীয় খবর
ফেসবুকে কাবাঘর অবমাননা, উত্তাল নাসিরনগর
ব্রাক্ষনবাড়িয়া প্রতিনিধি: ব্রাক্ষনবাড়িয়ার নাসিরনগরে রসরাজ নামে এক যুবক ফেসবুকে পবিত্র কাবাঘর নিয়ে ব্যঙ্গচিত্র করার দায়ে পুলিশের কাছে আটকের পর তার ফাঁসির দাবিতে নাসিরনগর উত্তাল হয়ে পড়েছে। অসমর্থিত সূত্রের খবর নাসিরনগরে চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে বিজিবি মোতায়ানে করা হয়েছে। যে কোন অনাকাঙ্খিত পরিস্থীতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে প্রশাসন।
এর আগে, গতকাল বিকাল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত টায়ারে আগুন দিয়ে সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এদিকে, ফেসবুকে পবিত্র কাবাঘর নিয়ে ব্যঙ্গচিত্র করার ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মসূচি দিয়েছে কয়েকটি ইসলামী সংগঠন।