যে কারনে কখনোই ছুটি নিতে পছন্দ করেন না শাহরুখ!
বিনোদন ডেস্ক: কাজের মাঝে ছুটি নিতে কে না পছন্দ করেন! কিন্তু শাহরুখ তার কাজ থেকে কখনও ছুটি চান না। কিন্তু কেন? শাহরুখ খানকে বলিউড চলচ্চিত্র জগতের ‘বাদশা’ বলার বেশকিছু কারণ রয়েছে তা আরও একবার প্রমাণ হয়ে গেল। ১৯৯২ সালে ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত একই রকম অফুরন্ত এনার্জি নিয়ে কাজ করে চলেছেন। দিন-রাত এক করে কাজ করার পরে আজ তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছেন।
৫০এর কোঠায় বয়স হলেও অভিনয়ের ক্ষেত্রে তার মধ্যে দেখা যায় এক চরম উদ্দীপনা— একথা তার সহকর্মীরাই বলে থাকেন। শাহরুখ নিজে তার টুইটার হ্যান্ডেলে একথা স্বীকার করেছেন যে, কাজের মধ্যে থাকলেই তিনি রিল্যাক্সড থাকেন।
এমনকী কাজের মধ্যে চরম ব্যস্ততা সত্ত্বেও পরের দিনে কাজ করার রসদ তিনি পেয়ে যান। নিজের কাজের প্রতি এতখানি ভালবাসাই হয়তো তাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে।
শাহরুখ খান অভিনীত ছবি ইমতিয়াজ আলির ‘দ্য রিং’-এর শ্যুটিং প্রায় শেষের পথে। তার আগামী ছবি ‘ডিয়ার জিন্দেগি’ মুক্তি পাবে আগামী ২৫ নভেম্বর।