রাজনীতিসারা ভালুকাস্থানীয় নির্বাচনহবিরবাড়ি

হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু

বিশেষ প্রতিনিধি: ভালুকায় স্থগিত হওয়া হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে  বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক নিয়ে আ’লীগের তোফায়েল আহমেদ বাচ্চু।

dsc00646

তোফায়েল আহমেদ বাচ্চু নৌকা প্রতীক নিয়ে ১৮৬৬৯ ভোট পেয়ে পাশ করেছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে খলিলুর রহমান খলিল ভোট পেয়েছেন ৪৯৩০, বসে পড়া স্বতন্ত্রপ্রার্থী আবুল কালাম আজাদ আনারস প্রতীকে ৪১৪৮ ভোট পেয়েছেন।

ইউনিয়নে সাধারণ সদস্য হিসেবে

বেসরকারী ভাবে ০১ নং ওয়ার্ড এ রফিকুল ইসলাম (ইসমাইল), ২নং ওয়ার্ড এ শাহজাহান খান, ০৩ নং ওয়ার্ড এ বুলবুল ইসলাম, ০৪নং ওয়ার্ড এ মুহাম্মদ আব্দুর রাশিদ ঢালী, ০৫নং ওয়ার্ড এ আবুল হাশেম ঢালী, ০৬নং ওয়ার্ড এ জহিরুল ইসলাম বিল্লাল, ০৭নং ওয়ার্ড এ হাফিজ উদ্দিন মৃধা, ০৮নং ওয়ার্ড এ দেলোয়ার হোসেন, ০৯নং ওয়ার্ড এ মোঃ খলিলুর রহমান মাসুদ এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১.২.৩ থেকে নাজমা ইসলাম ৪.৫.৬ থেকে শাহানাজ আক্তার ও ৭.৮.৯ নং ওয়ার্ড থেকে রেহেনা আক্তার রিতা নির্বাচিত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button