রাজনীতিস্থানীয় নির্বাচন
হবিরবাড়ী ইউপি নির্বাচনের ভোট গ্রহণ শেষ চলছে গণনা

বিশেষ প্রতিনিধিঃ ভালুকায় স্থগিত হওয়া হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। এখন চলছে গণনার কাজ। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন এবং ৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা ও সাধারন সদস্য পদে ৪৭জন প্রার্থী অংশগ্রহণ করে।
ভালুকা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, হবিরবাড়ী ইউনিয়ন পরিষদে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে গণনার কাজ। গণনা শেষ হলেই আমরা ফলাফল জানিয়ে দেবো।