ক্যাম্পাসবিশ্ববিদ্যালয়
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জেল হত্যা দিবস পালিত

মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জেল হত্যা দিবস- ২০১৬ উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দায়িত্বেরত ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান এই মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক ম-লী, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মো: শহীদ উল্লাহ। এসময় মহান চার নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।