এ্যান্ড্রু কিশোরের জন্মদিন আজ
ভালুুুকা নিউজ ডট কম; ডেস্ক: খ্যাতিমান কণ্ঠশিল্পী এ্যান্ড্রু কিশোরের জন্মদিন আজ। বিশেষ এই দিনটি শিল্পী সাদামাটাভাবেই কাটাবেন বলে জানিয়েছেন। তবে পারিবারিক নিয়ম অনুযায়ী জন্মদিনের প্রথম প্রহরে স্ত্রী লিপিকা এ্যান্ড্রু ইতি, ছেলে জে এ্যান্ড্রু সপ্তক ও মেয়ে মিনেম এ্যান্ড্রু সংজ্ঞাকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন তিনি। এ্যান্ড্রু আরও জানান, আজ রাতের খাবারটা তার মেয়ে সংজ্ঞা পরিবারের সবাইকে কোনো এক রেস্টুরেন্টে খাওয়াবেন। এর কারণ এরইমধ্যে সংজ্ঞা চাকরি জীবনে প্রবেশ করেছেন। মেয়েটি যে এখন উপার্জন করতে শিখেছে। এ্যান্ড্রু কিশোর বলেন, ‘কখনোই আমি আমার জন্মদিনে বিশেষ কিছু করি না। খুব ছোটবেলার কথা বলতে গেলে শুধু এতোটুকুই বলতে পারি যে, আমার বাবা মা দু’জনই রাজশাহীতে হাসপাতালে চাকরি করতেন। তাদের উপার্জন ছিলো খুব সীমিত। সেই সীমিত আয়ের মধ্য থেকেই বাবা-মা আমাকে জন্মদিন উপলক্ষে নতুন জামা কাপড় কিনে দিতেন। তা পরেই জন্মদিনটি আমার অনেক আনন্দে কাটতো। জন্মদিনে সবার কাছে আশীর্বাদ কামনা করি-যেন সবসময় সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি।’