হবিরবাড়ীতে জেলহত্যা দিবসে মিলাদ মাহফিল
বিশেষ প্রতিনিধি: ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ইউনিয়ন আওয়ামীলীগ কার্য্যালয়ে শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে জাতীয় ৪ নেতার আত্মার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে জেলহত্যা দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা চান মিয়া কমান্ডার,ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু সাঈদ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম বুলবুল, যুবলীগ নেতা হানিফ মুহাম্মদ নিপুন, সাইফুল ইসলাম মাস্টার, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ আলমগীর কবির, সেক্রটারী নাঈম হাসান ডালিম প্রমুখ।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু সকলের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সকলের নিকট দোয়া কামনা করে উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করান।