ঝিনাইগাতীতে ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী : সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে ৫নভেম্বর শনিবার সকালে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালিত হয়েছে ৪৫তম জাতীয় সমবায় দিবস-২০১৬। স্থানীয় উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর ও সমবায়ীবৃন্দদের আয়োজনে উপজেলা পরিষদের সন্মুখে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়। পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র্যালী পরিষদ চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়। “সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় উক্ত দিবসের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, আ’লীগ নেতা ও স্থানীয় এমপি’র প্রতিনিধি জমশেদ আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আহম্মেদ আকন্দ, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চীফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আবদুল হামিদ, ক্ষুদ্র বণিক সমবায় সমিতির চেয়ারম্যান শামছুদ্দুহা বাচ্চু, ইউ,সি,সি লিঃ এর চেয়ারম্যান শহিদুল ইসলাম, উত্তরণ কো-অপারেটিভ কেডিট ইউনিয়ন লিঃ এর ভাইস-চেয়ারম্যান মোনায়েম খাঁন, মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির চেয়ারম্যান সামছ উদ্দিন, ভালুকা বিবিও’র চেয়ারম্যান রেজাউল করিম প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য/সদস্যা, প্রশাসনিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্র্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভা পরিচালনা করেন,উপজেলা সমবায় দপ্তরের ফ্যাসিলেটর ক্যাথরিন বেলা। উল্লেখ্য যে, এ উপজেলায় ১০৯টি সমবায় সমিতি ও ইউসিসি’র ৯৭টি সহ মোট ২শত ৬টি সমিতি রয়েছে।