ফিগার ঠিক রাখতে জিমে নুসরাত ফারিয়া (ভিডিও)

ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: উপস্থাপনা দিয়ে আলো ঝলমলে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন হালের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নায়িকা হয়ে অভিনয় দিয়ে আলো ছড়াতে না পারলেও স্টাইলিস্ট পোশাক আর ফিগার ফিট রাখার কার্যকলাপ নিয়ে সারা বছর বেশ আলোচনায় থাকেন তিনি।
অভিনয়ে দুর্বলতা থাকলেও ফারিয়া সে বিষয়ে উন্নতির চেষ্টা করেননি। বরং আলোচনায় আসতে বলিউডের ছবিতে অভিনয় করবেন বলে মিথ্যাচার করে সমালোচনার মুখে পড়েন। সেই রেশ এখনো কাটেনি।
এদিকে আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর), নিজের ফেসবুকে জিম করার একটি ভিডিও পোস্ট করেছেন ‘আশিকি’ ছবির এই নায়িকা। যেখানে বোঝাই যাচ্ছে নিজের ফিগারকে আরো আবেদনময়ী হিসেবে গড়ে তুলতে ব্যাপক ঘাম ঝরাচ্ছেন তিনি। কিছুদিন আগেও শরীরের ওজন কয়েক কেজি বেড়ে যাওয়া নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি।
আগামীতে ফারিয়া তার নতুন ছবি ‘ধেৎতেরিকি’র কাজ শুরু করবেন। সেখানে তিনি একেবারেই নতুন মোড়কে হাজির হবেন বলে জানান। তাই আগামীতে চুলের নতুন স্টাইল ও কালার করার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন বলেও জানা গেছে।