ভালুকায় জাতীয় সমবায় দিবসে র্যালী ও আলোচনা সভা
বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় শনিবার (৫নভেম্বর) ৪৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে “সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সন্তোষ কুমার গোপ। প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ এমপি। এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ভালুকা পৌর মেয়র একে এম মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মতিউর রহমান খান, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা কৃষকলীগ সভাপতি হাজী আব্দুর রহমান, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড আহবায়ক সাদিকুর রহমান তালুকদার প্রমুখ।