জাতীয়
সমাবেশের জন্য আবেদন করেনি বিএনপি
ঢাকা: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ করার জন্য ডিএমপির কাছে কোন আবেদন করেনি বিএনপি।
শনিবার মিরপুর পুলিশ লাইনসে সোয়াত টিমের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপি নয়াপল্টনে যে সমাবেশ করবে তার অনুমতি চেয়ে এখনও আমাদের কাছে কোন আবেদন আসেনি। যদি আসে তাহলে নিরাপত্তার বিষয় বিবেচনা করে অনুমতি দেওয়া যেতে পারে।’
তিনি আরো বলেন, ‘বিএনপি ও আরো কয়েকটি দল আগামী ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়। তারা সবাই আবেদন করেছে কিন্তু এতে একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে। আমরা সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে কাউকে সমাবেশ করার অনুমতি দেইনি।’