গুরুতর অসুস্থ চিত্রনায়ক শাহীন আলমের পাশে সানি
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত চিত্রনায়ক শাহীন আলম গুরুতর অসুস্থ। জানা গেল, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এ অভিনেতা। তাকে দেখতে ছুটে যান চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ও অভিনেতা ওমর সানি।
ওমর সানি জানান, ‘শাহীন আলম রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে ভর্তি আছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস ও কিডনি জনিত রোগে ভুগছেন। চিকিৎসা নিয়ে বর্তমানে অনেকটা সুস্থতার দিকে আছেন। শাহীন আলমের জন্য সবাই দোয়া করবেন।’
নব্বই দশকের পর চলচ্চিত্রে নিয়মিত ছিলেন শাহীন আলম। বড় পর্দায় ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ইতিবাচক অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করলেও অশ্লীলতার স্রোতে গা ভাসানো থেকে নিজেকে দূরে রাখতে পারেননি। ফলে অশ্লীলতা বিরোধী অভিযানে আরো অনেকের মতো শাহীন আলমও চলচ্চিত্র থেকে ছিটকে পড়েন।
১৯৮৬ সালের নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান শাহীন আলম। চলচ্চিত্রে অভিনয়ের আগে তিনি মঞ্চ নাটকে কাজ করতেন।
বর্তমানে শাহীন আলম পুরোদস্তুর কাপড়ের ব্যবসায়ী। নগরীর গাউসিয়াতে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।