জাতীয়

আমি আওয়ামী লীগ না, মেয়র লীগ

‘আমি আওয়ামী লীগ না বিএনপিও না, আমি মেয়র লীগ। যখন যে তখন তার’ -এভাবেই কথাগুলো বলছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. গোলাম হোসেন।

বুধবার বিকেলে নগরীর মাদারটেকের আব্দুল আজীজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে মেয়র সাঈদ খোকনের ‘জনতার মুখোমুখি জন প্রতিনিধি’ অনুষ্ঠানে মেয়রকে উদ্দেশ করে তিনি এসব কথা বলেন। কাউন্সিলর মো. গোলাম হোসেন নিজেই অনুষ্ঠানটির আয়োজক ছিলেন।

তিনি বলেন, ‘এলাকায় নাভানা কোম্পানির গাড়ি রয়েছে। কিন্তু এর জন্য কোনো বাসস্ট্যান্ড নেই। বেশ কয়েকটি হাওর বেদখল রয়েছে। আমি সেগুলো উদ্ধারের জন্য এলাকাবাসীকে সঙ্গে নিয়ে চেষ্টা করেছি। কিন্তু ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শামীম সাহেব লোকজন নিয়ে বাধা দেন। তাকে সবাই ভয় পায়, প্রশাসনও ভয় পায়। পুলিশ সহযোগিতা করে না।’

কাউন্সিলর বলেন, ‘এলাকার নিরাপত্তার জন্য প্রতিটি অলিগলিতে গেট লাগানো হবে। আপনারা আমাকে সহযোগিতা করুন। তাহলে কোনো চোর, বাটপার ও অপরাধী এ এলাকায় স্থান পাবে না।’

জবাবে মেয়র বলেন, ‘কতো টাকা লাগবে। আপনি আমাকে জানান পাস করে দেব।’

সাঈদ খোকন আরো বলেন, ‘আমরা এসেছি আপনাদের মনের কথা শুনতে। আপনাদের সমস্যা সমাধান করতে। যেসব সমস্যা সভা থেকেই সমাধান করা যায় সেগুলো এখান থেকেই করবো। আর যেগুলো সময়ের প্রয়োজন সেগুলো সময় নিয়েই করবো। কোনো সমস্যা থাকবে না। সমাধান করবোই ইনশাআল্লাহ।’

অনু্ষ্ঠানে এক বাসিন্দা অভিযোগ করে বলেন, ‘বাসাবো এলাকায় স্যুয়ারেজ লাইন নেই। বাড়ির মালিকরা পানি নিষ্কাশনের লাইনে বাড়ির স্যুয়ারেজ লাগিয়ে দেন। ফলে সড়ক দিয়ে গন্ধে হাঁটা যায় না।’ জবাবে মেয়র বলেন, ‘আগামী তিনদিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।’

স্থানীয়দের অভিযোগ, এক বছর আগে মাদারটেক এলাকায় ট্যাক্স নির্ধারণ করা হলেও বর্তমানে নির্ধারিত ট্যাক্সের বহুগুণ নেয়া হচ্ছে। জবাবে মেয়র বলেন, ‘আপনারা পূর্বের নির্ধারিত ট্যাক্সই পরিশোধ করবেন। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলে দিচ্ছি।’

এছাড়া কুকুর, মশা, জলাবদ্ধতা, সড়ক নির্মাণ ও সংস্কারসহ নানা দুর্ভোগের কথা উঠলে খুব অল্প সময়ের মধ্যে এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন মেয়র সাঈদ খোকন।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম কে বখতিয়ার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. শেখ সালাউদ্দিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধা হাজী মো. গোলাম হোসেন, ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, গোলাম আশরাফ তালুকদার, ফরিদ উদ্দিন আহমেদ রতন, অ্যাডভোকেট আব্দুল হামিদ ও মাকসুদ হোসেন মিল্টন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button