মিডিয়া দেশ-বিদেশসংস্কৃতি-বিনোদন

‘দিল চাহতা হ্যায়-টু’তে আলিয়া, পারিনিতি ও শ্রদ্ধা !

ভালুকা নিউজ ডট কম, অনলাইন ডেস্ক: বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হওয়া ফারহান আখতার-এর ‘দিল চাহতা হ্যায়’র সিকুয়েল আসছে, এ খবর পুরানো। এবার শোনা যাচ্ছে, আমির খান, সাইফ আলি খান এবং আকশায় খান্নার বদলে এবারের পর্বে দেখা যাবে তিন তরুণীর বন্ধুত্বের গল্প। আর তাতে অভিনয় করবেন হালের আলোচিত তিন বলি নায়িকা- আলিয়া ভাট, পারিনিতি চোপড়া এবং শ্রদ্ধা কাপুর।

আলিয়া গতবছর এইচটি ক্যাফেকে বলেছিলেন, “পারিনিতি, শ্রাদ্ধা এবং আমার উচিত ‘দিল চাহতা হ্যায়’ চিনেমার সিকুয়ালে তিন বন্ধুর চরিত্রে অভিনয় করা। আমার মতে এটা দারুণ হবে, মজার ব্যাপার হবে অনেক।”

ফারহান আকতার যদিও ব্যাপারটিকে উড়িয়ে দিয়েছিলেন প্রথমে। তবে পরে জানিয়েছেন, “এটা আমার মাথায় আছে, এটা নিয়ে ভাবছি আমি। কিন্তু এবার তিনজন মেয়ে থাকবে। দেখা যাক কি হয়।”

হিন্দুস্তান টাইমসকে ফারহান আরও জানান, “আমি এরকম কাজ পছন্দ করি। এই বছরের শুরুতেও আমি এই ব্যাপারে কথা বলেছি। এটা এখনই বলতে পারছি না কি হবে, সময়ই বলে দেবে! সিকুয়াল নিয়ে আমার মাথায় অনেক কিছু আছে, কিন্তু এটা কখন হবে এই ব্যাপারে কিছু বলতে পারছি না।”

২০০১ সালের কামিং অফ এজ সিনেমা ‘দিল চাহতা হ্যায়’-এর মাধ্যমে নির্মাতা হিসেবে বলিউডে যাত্রা শুরু করেন ফারহান আখতার। বিপুল জনপ্রিয়তা অর্জন করা সিনেমাটিকে এখন ধরা হয় নতুন শতাব্দীর শুরুতেই ভারতীয় চলচ্চিত্রের নতুন যুগে প্রবেশ করার মাইলফলক হিসেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button