যমুনায় ধরা পড়ল ৫৫ কেজির বাঘা আইড় মাছ
অনলাইন ডেস্ক: পাবনায় যমুনা নদী থেকে ৫৫ কেজি ওজনের বাঘা আইড় মাছ ধরা পড়ছে। মঙ্গলবার (8 নভেম্বর) বিকেলে নগরবাড়ী এলাকার পলান হালদার যমুনা নদী থেকে এই বিশাল আকারের বাঘা আইড় মাছ ধরে তা বিক্রির জন্য বেড়া উপজেলার কাশীনাথপুর বাজারে নিয়ে আসেন। স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেন ৩৮ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন। এ বিষয়ে পলান হালদার জানান, তিনি নগরবাড়ী এলাকার যমুনা নদী থেকে ৫৫ কেজি ওজনের একটি বাঘা আইড় ধরেছেন। কিছু দিন আগে তিনি যমুনা থেকে ৫২ কোটি ওজনের একটি, সাড়ে ৩৬ কেজি ওজনের একটি ও ৩৪ কেজি ওজনের একটি মাছ ধরে অন্য জেলেদের কাছে বিক্রি করেছেন। এ প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, ‘এত বড় মাছ আগে কখনো দেখিনি। তাই অনেকটা শখের বশেই আমি মাছটি কিনেছি।’ এদিকে বাজারে মাছটি আনার পরে সেটি দেখার জন্য শত শত মানুষ ভিড় করে। এ ব্যাপারে পাবনা জেলা মৎস্য কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, বর্তমানে পদ্মা ও যমুনা নদীতে বড় বড় বাঘা আইড় জেলেদের জালে ধরা পড়ছে। এটা খুব ভালো সংবাদ।