বলিউড নায়িকাদের প্রতিক্রিয়া; ট্রাম্পের জয় !
বিনোদন ডেস্ক:ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। বুধবার সারাদিন আলোচনায় থাকা এ খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড তারকারাও। এর আগে বলিউডের একাধিক তারকা হিলারির সমর্থনে টুইট করেছিলেন। ট্রাম্পের বিজয়েও অনেকে টুইটেরই আশ্রয় নিয়েছেন।ট্রাম্পের বিজয়ে নায়িকা থেকে লেখক বনে যাওয়া টুইঙ্কেল খান্না ভীষণ খেপেছেন। তার মতে, কার্টুন চরিত্র ডোনাল্ড ডাক হোয়াইট হাউসে হেলে দুলে হাঁটছে— এটা আর দুঃস্বপ্ন নয়। ট্রাম্পকে তিনি ‘নারী বিদ্বেষী’ হিসেবেও উল্লেখ করেন। তার মতে ট্রাম্প হলেন ‘ইগনোরেন্ট, সেক্সিস্ট, রেসিস্ট’।‘দেড় ইশকিয়া’ অভিনেত্রী হুমা কুরেশির মতে, রিয়েলিটি শো বেশি দেখার ফল পাচ্ছেন আমেরিকাবাসী।দিয়া মির্জার মতে, এমন একজন মানুষ যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিতে যাচ্ছেন যিনি জলবায়ু পরিবর্তনকে সত্য মনে করেন না।সানি লিওনের মতে, ট্রাম্পের জয়ের মাধ্যমে পুরো আমেরিকার সরকার ব্যবস্থা লাল রং ধারণ করল। অবস্থা অনেকটা ‘যত গর্জে তত বর্ষে না’ ধরনের।