ত্রিশালে তুলার মিলে অগ্নিকান্ড সাড়ে ৪লক্ষ টাকার ক্ষয় ক্ষতি
এইচ এম মোমিন তালুকদার, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল মধ্য বাজারে অগ্নিকান্ডে তুলার মিল সহ দোকান পুড়ে প্রায় সাড়ে ৪লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ১২ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের মধ্যবাজার কেন্দ্রীয় কালিমন্দির সংলগ্ন একটি টিনসেট তুলার মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। সেখান থেকে আগুন পার্শ্ববর্তী আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে আশরাফ আলীর তুলার দোকানের প্রায় আড়াই লক্ষ টারার ক্ষয় ক্ষতি ও রেজাউল করিমের সরকার ম্যাট্স এর প্রায় ২লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন ও ওসি মনিরুজ্জামান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি তুলার মিল ও দোকান পুড়ে প্রায় সাড়ে ৪লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং ১২লক্ষটাকার মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।