ময়মনসিংহসোর্স ও হোস্টআলপাইন এখন থেকে হোস্টঅ্যারোমা
আইটি ডেস্কঃ ডোমেইন ও হোস্টিং সেবাদাতা দেশের অন্যতম প্রতিষ্ঠান ময়মনসিংহসোর্স ও হোস্টআলপাইন এখন থেকে হোস্টঅ্যারোমা ডটকম, যা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সফটএভার এর একটি অঙ্গ প্রতিষ্ঠান ।
ময়মনসিংহসোর্স এর প্রধান নির্বাহী আরাফাত রহমান জানান, ময়মনসিংহসোর্স ২০১৪ সাল থেকে দেশ ও দেশের বাহিরে কয়েকটি দেশে আস্থার সাথে ডোমেইন, হোস্টিং ও ওয়েব ডেভেলপমেন্ট সেবা দিয়ে আসছে, তাদের সেবার মানকে আরও উন্নত করতে ও দেশের বাহিরে ব্যবসাকে আরও প্রসার করতে তাদের এই নতুন উদ্যোগ ।
হোস্টআলপাইন এর প্রধান নির্বাহী রিয়াদ হাসান জানান, ২০১৫ সাল থেকে হোস্টআলপাইন আস্থার সাথে সারাদেশ ব্যাপী ডোমেইন, হোস্টিং ও ওয়েব ডেভেলপমেন্ট সেবা দিয়ে আসছে, তবে সময়ের সাথে তাল মিলিয়ে সেবার মানকে আরও উন্নত করতেই এই একত্রে যাত্রা ।
হোস্টঅ্যারোমা’তে আগের থেকে আরও অনেক উন্নত সিকিউরিটি সিস্টেম ও এসএসডি হোস্টিং ব্যবহার করা হয়েছে, তিন স্তরের ব্যাকআপ প্রটেকশনের পাশাপাশি দৈনিক ও সাপ্তাহিক ব্যাকআপ এবং ক্লাউড লিনাক্স অপারেটিং সিস্টেম যুক্ত করা হয়েছে । যাতে ব্যবহারকারী সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকেন ।