স্বাধীনতা বিরোধীদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি ঘাতক দালাল নির্মূল কমিটির
নিউজ ডেস্ক:একাত্তরে স্বাধীনতা বিরোধীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে মুক্তিযুদ্ধে নির্যাতিত, আহত ও নিহতের পরিবারের কল্যাণে ব্যয় করার দাবি জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সংগঠন।শনিবার(১২নভেম্বর) বনানীতে স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের বাড়ির সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
তারা বলেন, যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টও পরিবর্তন করা প্রয়োজন।
মানববন্ধনে উপস্থিত মুক্তিযোদ্ধারা দাবী করেন, ‘এটা মুক্তিযোদ্ধাদের প্রাপ্য। সেইজন্য এখানে মুক্তিযোদ্ধাদের জন্য কোন কিছু একটা করা, সেটা হতে পারে আবাসস্থল বা হাসপাতাল।
এসময় শাহরিয়ার কবির বলেন, ‘মোনায়েম খানকে ১০ কাঠা জমি বরাদ্দ করা হয়েছিলো ১৯৭১ সালে। সেখানে তার পরিবার পাঁচ বিঘা জমি দখল করে রেখেছে। এটা অন্যায় এবং অবৈধ। সে একজন কুখ্যাত যুদ্ধাপরাধী। মুক্তিযোদ্ধারা অবহেলিত হয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, আর যুদ্ধাপরাধীরা ঢাকা শহরে বিরাট বিরাট সম্পত্তি বানিয়ে রাজার হালে থাকবে এটা হতে পারে না।