জাতীয়

পুলিশের জন্য ১৩ জেলায় একটি করে হাসপাতাল

ঢাকা: পুলিশের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রাথমিকভাবে ১৩ জেলায় ১৩টি হাসপাতাল নির্মাণ করা হবে। সরকারি অর্থায়নে ২৯২ কোটি টাকা ব্যয় হবে এই প্রকল্পটি বাস্তবায়নে। আর তিন হাজার ২ শ’ কোটি টাকা ব্যয়ে ব্যয়ে নদী ড্রেজিং ও টার্মিনাল নির্মাণ করা হবে। এতে বিশ্বব্যাংক ৩৬ কোটি ডলার ঋণ সহায়তা দেবে।

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন শেখ হাসিরার সভাপতিত্বে আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় পুলিশ হাসপাতালের উন্নয়ন, নদী ড্রেজিং ও টার্মিনাল নির্মাণ প্রকল্পটিসহ মোট ১২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে মোট ৯ হাজার ৬৬৪ কোটি টাকা। যার মধ্যে পিএ ৪ হাজার ৮৭৫ কোটি ৫৩ লাখ টাকা। সরকারি অর্থায়ন থেকে ৪ হাজার ২৫৫ কোটি টাকা। সভা শেষে তথ্যগুলো ব্রিফিং এ জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী জানান, চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত চার মাসে এডিপি বাস্তবায়নেরর হার ১৪ শতাংশ। যা আগের বছরের চেয়ে কিছুটা বেড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button