আন্তর্জাতিক
মুসলমানদের পক্ষ নিয়ে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর থেকেই বিক্ষোভ করে আসছে যুক্তরাষ্ট্রবাসী। জাতিগত বিভেদ ও ঘৃণা ছড়িয়ে দেওয়া ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে মানতে নারাজ যুক্তরাষ্ট্রবাসী।
এরই মধ্যে প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানসহ অন্য সংখ্যালঘুদের হয়রানি করা বন্ধ করতে নিজের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে মার্কিনদের উদ্দেশে বলেন, এ ধরনের হয়রানি বন্ধ করুন। আপনারা ভীত হবেন না। আমরা আমাদের দেশকে আগের অবস্থায় নিয়ে যেতে চাই। দেশটির স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস টেলিভিশন চ্যানেলের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।