বিভাগীয় খবরময়মনসিংহ

নেত্রকোনায় শিশু অধিকার পরিস্থিতির উপর সংবাদ সম্মেলন

ভালুকা নিউজ ডট কম; মনিরুজ্জামান রাফি, নেত্রকোনা থেকে: ১৪ নভেম্বর বিকাল ৩ টার দিকে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে নেত্রকোনা জেলা শিশু একাডেমির হল রুমে এক সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়।

এ সময় এনসিটিএফ এর সদস্যসহ অন্যান্য পদে কর্মরত শিশুরা তাদের বক্তব্য উপস্থাপন করেনএ সময় সম্মেলনে ১০ জন শিশু সাংবাদিকসহ স্থানীয় সাংবাদিকগণ পস্থিত ছিলেন

সংবাদ সম্মেলনে উপস্থাপনা করেন এনসিটিএফ, নেত্রকোনা জেলার ভলান্টিয়ার (ছেলে) আলমগির হোসাইন। শুরুতেই লিখিত বক্তব্য পাঠ করেন, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক আসিফ আদনান। তারপর জেলা কমিটির ক্ষুদ্র সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন শিশু সাংবাদিক  আকিফ জামি আলভি, সহ-সভাপতি অমিত শর্মা সরকার, চাইল্ড পার্লামেন্ট মেম্বার (ছেলে) আজারুল ইসলাম সজীব এবং আরও অনেকেই।

এ সময় বক্তব্য দেন নেএকোনা জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী জামান । সংবাদ সম্মেলন সকলের উদ্যেশ্যে বলেন, এনসিটিএফ শিশু সংগঠনটি বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায়নেএকোনা ২০০৬ সাল থেকে জেলা পর্যায়ে কাজ করছে। এই সংগঠনে নেএকোনা জেলার ১৮০ জন সদস্য রয়েছে যাদেরবয়স ১২ থেকে ১৮ বছরের নীচে। এর মধ্যে ৯৫ জন ছেলে এবং ৮৫ জন মেয়ে।

 তারপর লিখিত ব্যক্তব্য দ্বারা এনসিটিএফ এর কার্যাবলী সম্পর্কে ধারণা দেন এনসিটিএফ,নেএকোনা জেলার সভাপতি সাজনীন আক্তার শ্রাবণী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button