পাকিস্তানের দাবি টোটালি রাবিশ বললেন-অর্থমন্ত্রী
বিশেষ প্রতিবেদক:পাকিস্তানের দাবি টোটালি রাবিশ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ।তিনি বলেছেন, ‘আমি যে রাবিশ শব্দটি বলি এটা এখানে (পাকিস্তানের দাবির ক্ষেত্রে) শতভাগ প্রযোজ্য। তাদের এ দাবি ননসেন্স।’সচিবালয়ে নিজ কার্যালয়ে বৃহস্পতিবার(১৭নভেম্বর) বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।বাংলাদেশের কাছে পাকিস্তানের টাকা পাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘ওরা কিসের টাকা পাবে? আমরাই তো ওদের কাছে টাকা পাবে। তাদের এ দাবি টোটালি রাবিশ, ননসেন্স।’বাংলাদেশের কাছে পাকিস্তান ৭০০ কোটি টাকা পাবে বলে দেশটির সরকারের বরাত দিয়ে ওই দেশের একটি পত্রিকা খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, একাত্তরের আগে পূর্ব পাকিস্তানের কাছে পশ্চিম পাকিস্তানের যে অর্থ পাওনা ছিল, তা বর্তমানে ৭০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। অ্যাসেট ভ্যালুয়েশনের মাধ্যমে প্রকৃত পাওনা নিরূপণ করা হয়েছে।পাকিস্তানের কাছে আমাদের ক্ষতিপূরণ চাওয়া উচিত দাবি করে অর্থমন্ত্রী বলেন, ‘সরাসরি এখন বলা যাচ্ছে না কি পরিমাণ টাকা তাদের কাছে চাওয়া উচিত। পাকিস্তানকে আমরা আগেই বলেছি, সব দেওয়ার সামর্থ্য তোমাদের নেই। বাংলাদেশ এখন তাদের চেয়ে অনেক ভালো আছে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের তুলনা করার কোনো যৌক্তিকতা নেই।’দেশে তেলের দাম কমানো হবে জানিয়ে তিনি বলেন, ‘দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে জ্বালানি তেলের দাম কিছুটা কমানো হবে। আমরা মনে করছি দাম একটু কমালে অর্থনীতি আরেকটু শক্তিশালী হবে।