জাতীয়
খালেদা জিয়ার বক্তব্য অন্তঃসারশূন্য : ওবায়দুল কাদের

ঢাকা: নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাব অন্তঃসারশূন্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন নির্বাচন কমিশন পুনর্গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব জানানোর পর এক প্রতিক্রিয়া তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এ কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ৪৫ মিনিটের অন্তঃসারশূন্য বক্তব্যে মনে হয়েছে তিনি জনগণের উপর আস্থাশীল নয়।
সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, বিপ্লব বড়ুয়া প্রমুখ।