সারা ভালুকাহবিরবাড়ি
ভালুকায় ১০ টাকা কেজি চাল বিতরণ

বিশেষ প্রতিনিধি: ভালুকায় (১৮নভেম্বর) শুক্রবার উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে দু’জন ডিলারের মাধ্যমে সরকারের হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ কর্মসূচী আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়েছে। শুক্রবার সিডষ্টোর বাজারে ডিলার আজিজুল হক ও ঢালীবাড়ী মোড় এলাকায় ডিলার হাবিবুর রহমান ঢালীর বিক্রয় কেন্দ্রে ১৩৩ জন কার্ডধারী হতদরিদ্র নারী পুরুষের মাঝে ১০ টাকা কেজি করে প্রত্যেকের কাছে ৩০ কেজি করে চাল বিক্রি করা হয়। এ সময় ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার হাফিজ উদ্দীন মৃধা ও তদারককারী কর্মকর্তা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।